"স্বাধীনতার সাদা কাল ছবি গুলকে স্বপ্নের আলোয় রঙিন করার , আমাদের সামান্য প্রচেষ্টা । জয় বাংলা" - একাত্তর এর রঙিন দিনগুলি 71 in color HD
fb@71incolor
স্বাধীনতা হলো একটি রাষ্ট্রের আজন্ম লালিত স্বপ্ন। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার মধ্যে যেমন গৌরব থাকে তেমনি পরাধীনতায় থাকে গ্লানি। আর তাই পরাধীন হয়ে কেউ বাঁচতে চায় না। দাসত্বের শৃঙ্খলেও কেউ বাঁধা পড়তে চায় না। বাঙালি জাতিও চায়নি বছরের পর বছর ধরে শাসনে-শোষণে পাকিস্তানিদের দাস হয়ে থাকতে। তাই তারা শৃঙ্খল ভেঙ্গে বেরিয়ে পড়েছিল আন্দোলনে, সোচ্চার হয়েছিল স্বাধীনতা সংগ্রামে। রক্ত দিয়ে, জীবন দিয়ে বীর বাঙালি ছিনিয়ে এনেছে স্বাধীনতাকে। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে, লাখো বীরাঙ্গনার সম্ভ্রম হারানোর বিনিময়ে ১৯৭১ সালে অর্জিত হয়েছে এ দেশের স্বাধীনতা। মুক্তিকামী মানুষ হারিয়েছে তার সর্বস্ব। কিন্তু সব হারিয়েও তারা অর্জন করেছে স্বাধীন সার্বভৌম স্বপ্নের একটি দেশ-বাংলাদেশ।
মুল আর্কাইভ এর কিছু ছবির সাদা কাল ও রঙিন ছবি পাশাপাশি
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের সামনে ভাষণ পেশ করছেন |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
আন্দোলনকারীদের সাথে সহমত পোষণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
ভারতের ইন্দিরা গান্ধীর সাথে সমঝোতা স্বাক্ষর করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো |
ধানমন্ডির বাসভবনে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
বাংলার বীর মুক্তিযোদ্ধার দল |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিচ্ছে |
1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গোলা নিক্ষেপ |
লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
রঙিন কৃত কিছু ছবি
বড় ফরমেটে দেখার জন্য ক্লিক করুন
প্রস্তুত হচ্ছে বাংলাদেশ এর প্রথম মুক্তিযুদ্ধ এর রঙ্গিন ছবির archive ...। রঙিন সংস্করণে : #একাত্তর_এর_রঙিন_দিনগুলি
দুর্লভ সাদাকালো ছবি গুলোকে রঙিন করার আধুনিক কম্পিউটার ভিত্তিক গবেষণাকে এগিয়ে নেওয়া ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সময় এর ইতিহাস কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই "একাত্তর এর রঙিন দিনগুলি" এর লক্ষ্য এবং উদ্দেশ্য।
সংবাদ ও গণমাধ্যমে আমাদের টিম
যোগাযোগ:
ইমেইল: shahidul7889@gmail.com